বিটরুট তুলে দেবে রোদে পোড়া দাগ

30 October 2023

হাত-পায়ের ট্যান তুলতে বেশিরভাগ মানুষ ডি-ট্যান প্যাকের সাহায্য নেন। আবার অনেকে বেসন, দই, হলুদ মাখেন ত্বকে।

এবার ত্বক থেকে রোদে পোড়া দাগ বা ট্যান তুলতে বিটরুটের সাহায্য নিন। বিটরুট দিয়ে বানাতে পারেন ডি-ট্যান প্যাক। 

প্রথমে একটি তাজা বিটরুট নিয়ে তার মসৃণ পেস্ট বানিয়ে নিন। এতে ২ চামচ টক দই মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন।

ফেসপ্যাকটি মুখ ও গলায় ২০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। এই ফেসপ্যাক স্কিন টোন উজ্জ্বল করতে সাহায্য করবে।

বিটরুটের পেস্ট থেকে রস ছেঁকে বের করে নিন। এবার এই বিটরুটের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন।

লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে, যা ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে। বিটরুট ত্বককে পুষ্টি জোগায়।

শুষ্ক ত্বকে বিটরুটের রসের রঙে মধু মিশিয়ে মাখতে পারেন। এই ফেসপ্যাক ত্বকের উপর ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

মধু ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। বিটরুট ও মধুর তৈরি ডি-ট্যান প্যাক ত্বকের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে।