এই ৩ সাধারণ ভুলে বাড়াতে পারে ত্বকের সমস্যা
05 November 2023
প্রসাধনী হোক বা ঘরোয়া টোটকা, যে কোনও উপায়ে ত্বকের যত্ন নেওয়া দরকার। ত্বকের খেয়াল না রাখলে তা ধীরে-ধীরে নষ্ট হয়।
সবধরনের প্রসাধনী যেমন উপযোগী হয় না, তেমনই অনেক ঘরোয়া টোটকাই আপনার ত্বকের অবস্থা আরও খারাপ করতে পারে।
শীত আসলে অনেকেই মুখ ধুতে গরম জল ব্যবহার করেন। কিন্তু শীত হোক বা বর্ষা ত্বকের যত্নে গরম জল ব্যবহার করা একদম উচিত নয়।
গরম জল ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়। তাই গরম জলে মুখ ধোবেন না কখনওই। বরং ঠান্ডা জল গরম জল মিশিয়ে নিয়ে ব্যবহার করুন।
হোমমেড ফেসপ্যাকে অনেকেই লেবুর রস মিশিয়ে মুখ মাখেন। লেবুর রস দাগছোপ ও ট্যান দূর করতে উপকারী বলে মনে করে হয়।
ত্বকের উপর সরাসরি লেবুর রস লাগাবেন না। এতে দাগছোপ তো কমবেই না, বরং যে কোনও মুহূর্তে ত্বক পুড়ে যেতে পারে।
ত্বক পরিষ্কার করতে সপ্তাহে দু'বার এক্সফোলিয়েশন জরুরি। এটি ত্বক থেকে মরা চামড়া পরিষ্কার করতে সাহায্য করে।
কিন্তু ত্বক খুব বেশি এক্সফোলিয়েট করলে কিংবা স্ক্রাব চয়নে ভুল হলে ত্বকের বারোটা বাজতে পারে। ত্বকে র্যাশ দেখা দিতে পারে।
আরও পড়ুন