ওপেন পোরসে বাড়ে ব্রণ, ফুসকুড়ির সমস্যা।
রোমকূপে জমতে থাকে ধুলো-ময়লা মেকআপ।
এমনকী এখান থেকেই জন্ম নেয় ব্ল্যাকহেডস।
তাই ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি ওপেন পোরস দূর করা দরকার।
ওপেন পোরস দূর করতে গেলে স্কিন কেয়ারে রুটিনে জোর দিতে হবে।
প্রথমে ঘন ঘন মুখে হাত দেওয়ার অভ্যাস ত্যাগ করুন।
ভাল ক্লিনজার দিয়ে প্রতিদিন মুখ পরিষ্কার করুন।
সপ্তাহে ২-৩ বার এক্সফোলিয়েটর বা স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করুন।
মুখ পরিষ্কারের পর অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নিন। এতে কমবে ওপেন পোরস।