ত্বকে কোন এসেনশিয়াল অয়েল মাখা উচিত?

6 September 2023

নারকেল তেল, অলিভ অয়েলের মতো প্রাকৃতিক তেল যুগ যুগ ধরে ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। এগুলো ত্বকের খেয়াল রাখে।

আজকাল রূপচর্চার দুনিয়ায় রমরমা এসেনশিয়াল অয়েলের। গাছের পাতা, ফুল, ফল, ভেষজ উপাদান থেকে তৈরি হয় এসেনশিয়াল অয়েল।

ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারে এসেনশিয়াল অয়েল। কোন-কোন অয়েল ত্বকের যত্নে ব্যবহার করা যায়, জানেন?

ব্রণ, র‍্যাশ, অ্যালার্জির মতো ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে টি ট্রি অয়েল ব্যবহার করুন। এটি জল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখতে পারেন।

ব্রণর সমস্যায় কাজে আসতে পারেন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলও। এই তেল মানসিক চাপ কমাতেও সাহায্য করে। 

শুষ্ক ত্বকের যত্নে কার্যকর ক্যালেন্ডুলা অয়েল। এই তেল ত্বককে পুষ্টির জোগান দেয়। পাশাপাশি চোখের নিচের ফোলাভাব দূর করে।

ত্বককে পুষ্টি জোগাতে এবং মসৃণ করে তুলতে সাহায্য করে চন্দনের তৈরি এসেনশিয়াল অয়েল। ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে মাখুন এই তেল।

এসেনশিয়াল অয়েল বুঝেশুনে ব্যবহার করা উচিত। ত্বকে ১-২ ফোঁটার বেশি এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন না। এতে ত্বকের ক্ষতিও হতে পারে।

ত্বকের উপর সরাসরি এসেনশিয়াল অয়েল লাগাবেন না। নারকেল তেল, অলিভ অয়েলের মতো ক্যারিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে মাখুন।