শীত পড়ার আগে মুখের ট্যান তুলুন

06 November 2023

শীতে ত্বক শুকিয়ে যায়। তাই এখন থেকেই ত্বকের যত্ন নেওয়া দরকার। কিন্তু তার আগে মুখ থেকে রোদের পোড়া দাগ তুলুন।

রোদের তেজ কমলেও ট্যানকে কোনও ভাবেই এড়ানো যায় না। আর প্রতিমাসে পার্লারে গিয়ে ডি-ট্যান ফেসিয়াল করানোও সম্ভব নয়।

হেঁশেলের কয়েকটি উপকরণ দিয়েই আপনি রোদের পোড়া দাগ তুলে ফেলতে পারেন। এতে শীতের সময় ত্বকের জৌলুসও বাড়বে।

লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে সপ্তাহে দু’-তিন বার মুখে মাখুন। এই মিশ্রণ জেল্লা বাড়ায় এবং শীতে ত্বকের আর্দ্রতাও বজায় রাখে।

টক দইয়ের সঙ্গে শসার পেস্ট মিশিয়ে স্নানের আগে গায়ে মাখুন। এই ফেসপ্যাক ত্বক হাইড্রেট রাখবে এবং ত্বক ট্যান মুক্ত রাখবে।

পাকা পেঁপের পেস্টের সঙ্গে মধু মিশিয়েও মাখতে পারেন। এটি রাতারাতি ট্যানের পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা কমিয়ে দেবে।

হাতে সময় কম? আলু ছেঁচে নিয়ে তার রস বের করে হাতে-পায়ে মাখুন। আলুর রস ত্বকের দাগছোপ দূর করতে অব্যর্থ উপায়।

টমেটো দু'ভাগ কাটুন। উপরে হলুদ গুঁড়ো ছড়িয়ে ত্বকের উপর ঘষুন। টমেটোর প্রাকৃতিক ব্লিচ, যা ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।