রোজের এই ৫ ভুলে বাড়ে চুলের সমস্যা
23 September 2023
রোজের জীবনে চুলের সমস্যা লেগেই রয়েছে। চুল পড়া, দু'মুখো চুল, শুষ্ক চুল, খুশকি এসমস্যা নিত্যদিন লেগেই রয়েছে।
সবসময় নামীদামি প্রসাধনী ব্যবহার করেও চুলের সমস্যাকে প্রতিরোধ করা যায় না। এমনকী ঘরোয়া টোটকাও কার্যকর হয় না।
দৈনন্দিন জীবনে চুলের সঠিকভাবে যত্ন না নিলে, স্পা, হেয়ার মাস্কও কার্যকর হবে না। দৈনন্দিন জীবনের ভুলই বাড়ায় চুলের সমস্যা।
চুলে স্টাইল করতে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার ব্যবহার করেন। ঘন ঘন চুলে হিট প্রয়োগ করলে মারাত্মক ক্ষতি হয়। চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।
নিয়মিত চুলে তেল দেওয়ার অভ্যাস অনেকের মধ্যেই নেই। তেল চুলকে ময়েশ্চারাইজ করে এবং স্ক্যাল্পকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
ভিজে চুলে চিরুনি আঁচড়ানোর অভ্যাস ভাল নয়। এমনকী ভিজে চুল বেঁধে রাখাও উচিত নয়। এতে চুল পড়ার সমস্যা বাড়ে।
ভুল ভাবে চুল আঁচড়ালেও চুলের সমস্যা বাড়ে। চুলের যত্নে বেছে নিন কাঠের চিরুনি। প্লাস্টিকের চিরুনি ব্যবহার করলে চুলের সমস্যা বাড়বে।
চুল বেঁধে রাখার ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি। রাবারের হেয়ার টাই ব্যবহারের বদলে ভাল মানের ফ্যাব্রিকের তৈরি স্ক্রাঞ্চিস বেছে নিন।
আরও পড়ুন