27 December 2023

এই ৫ মশলা প্রাকৃতিক হলেও মুখে মাখা চলবে না

credit: istock

TV9 Bangla

হেঁশেলের নানা রকম উপাদান রূপচর্চায় যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। কিন্তু যে কোনও উপাদান মুখে মেখে নিলেই হয় না।

হলুদ থেকে রসুন নানা উপাদান ত্বকের সমস্যা কমাতে ব্যবহার হয়। কিন্তু এমন বেশ কিছু মশলা রয়েছে, যা মুখে লাগানো উচিত নয়।

এমন বেশ কিছু মশলা রয়েছে, যা মুখে মাখলে র‍্যাশ বেরোতে পারে, জ্বালাভাব, প্রদাহ বাড়তে পারে। তাই ব্যবহারের আগে জেনে রাখুন।

মুখে দারুচিনির গুঁড়ো লাগাবেন না। এই মশলা স্বাস্থ্যের জন্য ভাল, ত্বকের জন্য নয়। এতে ত্বকে লালচে ভাব, জ্বালা ভাব বাড়তে পারে।

সর্ষের বাটা দিয়ে মাছ রাঁধুন। ত্বকের দেখভালে সর্ষে ব্যবহার করবেন না। এই প্রাকৃতিক উপাদান ত্বককে স্পর্শকাতর করে তুলতে পারে।

বিভিন্ন ধরনের খাবারে প্যাপরিকা ছড়িয়ে খেলে তার স্বাদ বাড়ে। কিন্তু মুখে প্যাপরিকা লাগালে ত্বক জ্বলে যায়। তাই সবাধান থাকুন।

ব্রণর সমস্যায় অনেকেই লবঙ্গের তেল ব্যবহার করেন। কিন্তু লবঙ্গ পিষে মুখে লাগালে ব্রণর সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে। 

গোলমরিচ ভুলেও ত্বকে লাগাবেন না। এটি ত্বকের প্রদাহ বাড়িয়ে দেবে। তার সঙ্গে গোটা মুখে র‍্যাশ বেরিয়ে যাবে এবং জ্বালাভাব বাড়বে।