মশলা ত্বকের জন্য নয়
11 October 2023
ত্বকের পরিচর্যায় যুগ যুগ ধরে প্রাকৃতিক উপাদান ব্যবহার হয়ে আসছে। কিন্তু সব প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য উপযুক্ত নয়।
এমন বেশ কিছু মশলা রয়েছে, যা ত্বকের সমস্যা কমাতে কাজে আসে। কিন্তু এমনও মশলা রয়েছে, যা ত্বকের জন্য ক্ষতিকারক।
খাবারে স্বাদ আনে দারুচিনি। কিন্তু এটি মুখে লাগালে ত্বক জ্বলতে পারে। এমনকী দারুচিনি ব্যবহার করলে ত্বকে র্যাশ বেরোতে পারে।
ভুলেও ত্বকের উপর লাল লঙ্কার গুঁড়ো লাগাবেন না। এমনকী হাতে যদি লঙ্কার গুঁড়ো লেগে থাকে, তাহলে সাবধান থাকুন।
লঙ্কার গুঁড়োর মতোই গোলমরিচ কখনওই ত্বকে ব্যবহার করা উচিত নয়। এটি ভুলেও এক্সফোলিয়েশনের জন্য ব্যবহার করবেন না।
সর্ষের তেল ত্বকের জন্য উপকারী হলেও, সর্ষে বাটা ত্বকের লাগাবেন না। এটি ত্বকে অস্বস্তি, লালচে ভাব ইত্যাদি বাড়িয়ে তুলতে পারে।
দাঁতের ব্যথা কমাতে উপযোগী লবঙ্গ। কিন্তু লবঙ্গ বা লবঙ্গের তেল স্কিনকেয়ারে ব্যবহার করলে ত্বকের সমস্যা বাড়তে পারে।
খাবারেই জায়ফল ব্যবহার করা ভাল। ত্বকের উপর জায়ফল ব্যবহার করলে ত্বকের উপর জ্বলন, র্যাশ ইত্যাদি সমস্যা দেখা দেবে।
আরও পড়ুন