হাতের আঁশটে গন্ধ দূর করুন ২ মিনিটে
18 November 2023
মাছ-মাংস ধোয়ার পর, রসুনের খোসা ছাড়ানোর পর হাত থেকে বিচ্ছিড়ি গন্ধ ছাড়ে। সাবান দিয়ে হাত ধোয়ার পরও গন্ধ যায় না।
হাত থেকে দুর্গন্ধ দূর করতে ঘরোয়া টোটকার সাহায্য নিন। এতে হাত ও নখের বোঁটকা গন্ধ নিমেষে দূর হয়ে যাবে।
হাত থেকে আঁশটে গন্ধ ছাড়লে লেবুর রস দিয়ে হাত ধুয়ে নিন। হাত ধোয়ার সাবানের সঙ্গে লেবুর রস মিশিয়ে হাত ধুয়ে নিলেই কাজ শেষ।
জলের সঙ্গে বেকিং সোডা গুলে নিন। এই মিশ্রণ দিয়ে হাতে স্ক্রাব করুন। এটি দুর্গন্ধ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করে দেবে।
নখে থেকে দুর্গন্ধ ছাড়ছে? জলের ভিনিগার মিশিয়ে দিন। এর মধ্যে আঙুলগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতেই সমস্ত গন্ধ চলে যাবে।
ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত হাতে দুর্গন্ধ তৈরি করে। হাত ধোয়ার সাবানে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলে সমস্যার সমাধান হবে।
গরম জলে অল্প নুন মিশিয়ে দিন। এতে হাতটা ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এতে সমস্ত ব্যাকটেরিয়া মরে যাবে ও গন্ধও দূর হয়ে যাবে।
হাত স্ক্রাব করেও আপনি বোঁটকা গন্ধ দূর করতে পারেন। কফির সঙ্গে মধু মিশিয়ে হাতে স্ক্রাব করুন। এতে ট্যানও দূর হয়ে যাবে।
আরও পড়ুন