'রানি' হওয়া ওঠার লুক শেয়ার করেছেন আলিয়া।
আপনিও চাইলে আলিয়ার টিপস নিয়ে সাজতে পারেন 'রানি'।
সেটিং স্প্রে করার প্রাইমার লাগিয়ে নেন আলিয়া। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।
অল্প কনসিলার ব্যবহার করে ঢেকে ফেলে দাগছোপ।
ত্বকের বর্ণ অনুযায়ী ফুল কভারেজ ফাউন্ডেশন লাগিয়ে নিন।
উপর বুলিয়ে দিন গোলাপি ব্লাশ। এবার চোখের মেকআপ শুরু করুন।
প্রথমে কাজল লাগিয়ে নিন। বেজ আইশ্যাডোও ব্যবহার করতে পারেন।
ব্রাউন শেডের আইশ্যাডো ব্যবহার করে স্মোকি আই লুক তৈরি করুন।
আইল্যাশ পরে নিন। তারপর মাস্কারা লাগিয়ে নিন।
ন্যুড শেডের লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। লিপগ্লস লাগিয়ে নিন।
শেষে সেটিং স্প্রে লাগিয়ে নিলেই মেকআপ শেষ।
শিফন শাড়ি-স্লিভলেস ব্লাউজ়, ঝুমকা, নাকছাবি, ও কালো টিপ তৈরি রানি লুক।