চুলের সঙ্গে মুখে মাখুন নারকেল তেল

13 November 2023

বেশিরভাগ ক্ষেত্রে চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করা হয়। কিন্তু নারকেল তেল সবচেয়ে ভাল ফল এনে দেয় ত্বকের যত্নে।

শুষ্ক ত্বকের সমস্যায় সবসময় সেরা ফল দেয় নারকেল তেল। নারকেল তেলের ময়েশ্চারাইজিং উপাদান ত্বকের যত্ন নেয়।

শীতকালে নারকেল তেলকে ত্বকের যত্নে ৫ উপায়ে ব্যবহার করতে পারেন। স্কিন কেয়ারে কীভাবে নারকেল তেল কাজে আসে, জানুন।

ফাটা গোড়ালির সমস্যায় নারকেল তেল ব্যবহার করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে পা ও গোড়ালিতে নারকেল তেল মেখে নিন। 

ফাটা ঠোঁটের যত্নে নারকেল তেল লাগান। নারকেল তেল দিয়ে লিপ বাম বানিয়ে ব্যবহার করলেও ঠোঁট কোমল ও নরম থাকবে।

মেকআপ তুলতে নারকেল তেলের সাহায্য নিন। এই তেল ত্বকের কোনও ক্ষতি না করেই সমস্ত মেকআপ পরিষ্কার করে দেবে।

প্রেগন্যান্সির পর স্ট্রেচ মার্কসের উপর নারকেল তেল মালিশ করুন। এই তেল স্ট্রেচ মার্কসের সমস্যা দূর করতে সাহায্য করে। 

বাচ্চাদের ত্বকেও নারকেল তেল মালিশ করতে পারেন। ভার্জিন নারকেল তেল শিশুদের ত্বককে কোমল রাখতে সাহায্য করে।