8 January 2024

এই ভিনিগার মাখলে মুখ চকচক করবে

credit: istock

TV9 Bangla

রোগা হওয়ার জন্য অনেকেই এক গ্লাস জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে পান করেন। কখনও এটি মুখে মেখে দেখেছেন?

অ্যাপেল সাইডার ভিনিগারে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। ত্বকের সমস্যা দূর করে এই উপাদান।

অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে।

ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে অ্যাপেল সাইডার ভিনিগার। এটি ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে।

ব্রণ, বেকআউটের সমস্যা দূর করে অ্যাপেল সাইডার ভিনিগার। এটি ত্বকের প্রদাহ কমায় এবং রোমকূপের মুখ পরিষ্কার করে।

অ্যাপেল সাইডার ভিনিগার একজিমার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এটি ত্বকের জ্বালাভাব, লালচে ভাব কমিয়ে দেয়।

টোনার হিসেবে মুখে অ্যাপেল সাইডার ভিনিগার মাখলে রোমকূপগুলো সঙ্কুচিত হবে এবং ত্বক টানটান হয়ে উঠবে।

এক কাপ জলে ১/২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে ত্বকের উপর লাগান। নিয়মিত এভাবে ত্বকের যত্ন নিতে পারেন।