11 January 2024
ঝলমলে চুল পেতে ঘরেই তৈরি করুন এই শ্যাম্পু
credit: istock
TV9 Bangla
চুলে জেল্লা আনতে অনেক ধরনের শ্যাম্পু ব্যবহার করে ফেলেছেন। আর সেই সঙ্গে সপ্তাহে বেশ কয়েকবার মেখে ফেলছেন কন্ডিশনার।
কিন্তু কোনওভাবেই ফল পাচ্ছেন না। অনেকেই জানেন না প্রাকৃতিক ক্লিনজার হিসেবে মুলতানি মাটির জুড়ি মেলা ভার।
তাই স্ক্যাল্প ক্লিনজিংয়ে ব্যবহার করতে পারেন এই প্রাকৃতিক উপাদন। এর গুণে চুলের সৌন্দর্য তো বাড়বেই, সেই সঙ্গে স্ক্যাল্পও ভাল থাকবে।
মুলতানি মাটির হেয়ার ক্লিনজার বাড়িতেই বানিয়ে নিতে পারেন আপনি। এই ক্লিনজার দিয়ে নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার করলেই উপকার মিলবে।
জেনে নিন কীভাবে বানাবেন এই ক্লিনজারটি? হেয়ার ক্লিনজার বানানোর জন্যে একটি পাত্রে পরিমাণ মতো জল নিন। আর তাতেই ভিজিয়ে রাখুন শুকনো মুলতানি মাটি।
সারা রাত ওভাবেই রেখে দিন। পরের দিন সকালে মাটি নরম হয়ে যাবে। তখন ওই জলেই মুলতানি মাটি গুলে একটি মিশ্রণ বানিয়ে নিন।
তাহলেই তৈরি হয়ে যাবে আপনার প্রাকৃতিক স্ক্যাল্প ক্লিনজার। এই ক্লিনজার আপনার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। বেশ কিছুক্ষণ ভাল করে মাসাজ করুন।
তারপর জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। কিন্তু কন্ডিশনার লাগাতে ভুলবেন না যেন। শ্যাম্পুর পরে যেভাবে কন্ডিশনার করেন, তেমনভাবেই করবেন।
আরও পড়ুন