এই টোটকা মানলে উড়ো চুল বশ মানবে
29 October 2023
পুজোর সময় চুলে নতুন স্টাইল করেছেন অনেকেই। কেউ স্ট্রেটনিং করিয়েছেন আবার কেউ চুলে নতুন রং নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন।
বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের ফলে চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায়। এতেই বাড়ে ফ্রিজি হেয়ার বা রুক্ষ ও উড়ো চুলের সমস্যা।
তাছাড়া এখন হিমেল হাওয়া বইছে। আর কিছুদিন পর থেকে ত্বকেও টান পড়বে। আর তখন আরও বেশি করে বাড়বে এই ফ্রিজি হেয়ার।
এখন থেকে যদি নিয়মিত চুলে নারকেল তেল মালিশ করেন, তাহলে শীতের মুখে সহজেই এড়াতে পারবেন ফ্রিজি হেয়ারের সমস্যা।
নারকেল তেল, আমন্ড অয়েল ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়েও চুলে মাখতে পারেন। এসব তেল আপনার চুলের আর্দ্রতা ধরে রাখবে।
শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। চুলের ফ্রিজিনেস দূর করার জন্য কন্ডিশনার ব্যবহার করা একান্ত জরুরি।
গরম জলে স্নান করবেন না। গরম জল চুলের আর্দ্রভাব কেড়ে নেয়। এতে চুলের প্রাকৃতিক জেল্লা নষ্ট হয় এবং চুল নিষ্প্রাণ দেখায়।
গরম জলের পাশাপাশি চুলে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনারের ব্যবহার এড়িয়ে চলুন। এসব হিটিং পণ্য চুলের বারোটা বাজিয়ে দেয়।
আরও পড়ুন