18 October 2023

আয়ুর্বেদ দূর করবে খুশকি

খুশকি দূর করে এমন শ্যাম্পু, তেলের অভাব নেই বাজারে। কিন্তু সব প্রসাধনী মনের মতো ফল দেয় না। বরং, চুলকে রুক্ষ করে দেয়।

খুশকি থেকে মুক্তি পেতে সেরা চিকিত্‍সা হল আয়ুর্বেদিক পদ্ধতি। সহজ ও ঘরোয়া উপায়ে আপনি খুশকির সমস্যা দূর করতে পারবেন।

আয়ুর্বেদিক পদ্ধতি খুশকি তাড়ালে চুলেরও কোনও ক্ষতি হয় না। বরং স্ক্যাল্প ও চুলকে পুষ্টি জোগায় প্রাকৃতিক উপাদান।

স্ক্যাল্পে খুশকির হওয়ার প্রধান কারণ হল ক্যানডিডা ও মালাসেজিয়া নামক ছত্রাকের উপস্থিতি। তাই অ্যান্টিফাঙ্গাল উপাদান ব্যবহার করতে হবে।

নিম তেলে অন্যান্টিসেপ্টিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গালের বৈশিষ্ট্য ১ সপ্তাহে খুশকির সমস্যা দূর করে দেবে।

স্ক্যাল্পে আমলকী রস লাগাতে পারেন। এই প্রাকৃতিক উপাদান সহজেই খুশকির সমস্যা দূর করে দেয়। আমলকীর গুঁড়োও ব্যবহার করতে পারেন।

শিকাকাইয়ের সঙ্গে রিঠা মিশিয়ে একটি হেয়ার প্যাক বানান। এই হেয়ার প্যাকে আমলকী রস মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। খুশকি দূর করে দেবে।

চুলের পরিচর্যা করার সময় না থাকলে, স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করতে পারেন। এই ঘরোয়া টোটকায় খুশকি দূর করে, গ্যারান্টি।