আজকাল ৩০-এ অনেকের চুল পাকতে শুরু করে।

রুট টাচ-আপ দেওয়ার বদলে পাকা চুলের স্থায়ী সমাধান বেছে নিন।

প্রাকৃতিক উপায়ে চুলের ধূসরভাবকে ঢেকে ফেলা অনেক সহজ।

আর যদি আয়ুর্বেদের টিপস মেনে চলেন, তাহলে ফল পাবেন ১০০ শতাংশ।

নারকেল তেলের সঙ্গে কারি পাতা ভাল করে ফুটিয়ে নিন।

এই তেল ছেঁকে নিয়ে ভরে রাখুন কাচের শিশিতে।

রোজ এই তেল মালিশ করুন স্ক্যাল্পে ও চুলে। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

নারকেল তেলের সঙ্গে কারি পাতার পাশাপাশি মেথি দানার ফোটাতে পারেন।

এই মিশ্রণ আপনার চুলকে মজবুত ও ঝলমলে করে তুলবে।