19 December, 2023
শীত কাটবে না নারকেল তেল ছাড়া
credit: istock
TV9 Bangla
যুগ যুগ ধরে ত্বকের যত্নে নারকেল তেল ব্যবহার হয়ে আসছে। এই তেলের ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য শীতকালে ত্বকের দেখভাল করে।
নারকেল তেলের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এই তেল।
অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকায় নারকেল তেল ত্বকের সংক্রমণের ঝুঁকি কমায়। একজিমা, সোরিয়াসিসের ঝুঁকি কমায়।
শুষ্ক ত্বক, চুলকানির সমস্যা থেকে মুক্তি দেয় নারকেল তেল। এই তেল ব্যবহারে ত্বকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বৃদ্ধি পায় না।
ব্রণর সমস্যা রোধ করতেও সহায়ক নারকেল তেল। ব্রণর উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ব্রেকআউট প্রতিরোধ করে এই তেল।
নারকেল তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে। তাই এই তেল শীতকালে ব্যবহার করলে গায়ে খড়ি ফুটবে না। ত্বক কোমল ও নরম থাকবে।
ত্বকের ক্ষত সারিয়ে তোলে নারকেল তেল। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ত্বকের ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে।
ত্বকের যে কোনও সমস্যায় আপনি নারকেল তেল মাখতে পারেন। স্নান সেরেও মাখা যায় নারকেল তেল। পাশাপাশি নারকেল তেলকে ব্যবহার করতে পা
রেন নাইটক্রিম হিসেবে।
আরও পড়ুন