হলুদের জল দিয়ে বাড়িয়ে ফেলুন গ্লো
16 September 2023
ত্বকের যত্নে সবসময় সেরা ফল দেয় হলুদ। বেশিরভাগ ক্ষেত্রে মুখে কাঁচা হলুদ ব্যবহার করা হয়। কখনও হলুদের জল ট্রাই করছেন?
হলুদের জলে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। হলুদের জল ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দেয়।
হলুদের মধ্যে কারকিউমিন নামের যৌগ রয়েছে, যা ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে দূর করে এবং ত্বকের প্রদাহ কমায়।
হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বককে বার্ধক্যের হাত থেকে প্রতিরোধ করে। বলিরেখা ঠেকায়।
হাইপারপিগমেনটেশনের সমস্যায় ভুগছেন? রোজ হলুদের জল পান করুন। এতে ত্বকের যাবতীয় দাগছোপ নিমেষে দূর হয়ে যাবে।
হলুদের জল এগজিমা, প্রোরিয়াসিস ও রোসেসিয়ার মতো চর্মরোগের হাত থেকে ত্বককে রক্ষা করে। র্যাশের হাত থেকে বাঁচায় এই জল।
হলুদের জল পান করার পাশাপাশি মুখেও মাখতে পারেন। এতেও ত্বকের দাগছোপ, ব্রণ, ফুসকুড়ি ও র্যাশের সমস্যা কমে যাবে।
ডার্ক সার্কেল দূর করতে চোখের চারপাশে তুলোর বলে হলুদের জল লাগান। এটি চোখের ফোলাভাব কমাবে এবং কালচে দাগ দূর করবে।
আরও পড়ুন