পুজোর আগে হেয়ারফল ঢাকতে যা করতেই হবে

09  October 2023

যতই হেয়ারের নানা রকম ট্রিটমেন্ট করা হোক না কেন চুল উঠেই যাচ্ছে। দু মাস ঠিক থাকে তারপর আবার সেই একই হাল। সব সময় পয়সা দিয়ে ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না

যে ভাবে দূষণ বাড়ছে তাতে ত্বকের খুবই ক্ষতি হচ্ছে। আর ধুলো-বালি থেকে এই দূষণের কারণেই বাড়ছে ত্বকের নানাবিধ সমস্যা। আর তাই সারাবছরই এখন লেগে থাকছে চুল পড়ে যাওয়ার মত সমস্যা

খুশকির সমস্যা হলে বা স্ক্যাল্পে কোনও রকম সংক্রমণ হলে সেখান থেকেও হেয়ারফলের সমস্যা হতে পারে। আজকাল অনেকেই ওজন ট্রিটমেন্ট করান, সব সময় যে তাতে কাজ হয় এমনটা নয়

বাইরে বেরোলে চুলে যে ধুলো-ময়লা লাগেই আর তার জন্য নিয়মিত শ্যাম্পু করতেই হয়। এদিকে বেশি শ্যাম্পু করলে চুল অনেক বেশি রুক্ষ্ম হয়ে যায়। আর সেখান থেকেও কিন্তু চুল পড়ে

এক্ষেত্রে রোজ নিয়ম করে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। এই তেলের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর তা চুলের জন্য খুব ভাল এই তেলের মধ্যে থাকে ভিটামিন ই

ক্যাস্টর অয়েলের মধ্যে থাকে ভিটামিন, খনিজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। যা স্ক্যাল্পের কিউটিকেলে খুব সহজেই পৌঁছে যায়। এর মধ্যে থাকে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, যা ত্বককে ভিতর পর্যন্ত পৌঁছয় এবং আর্দ্রতা বজায় রাখে

স্ক্যাল্পে ক্যাস্টর অয়েল লাগালে রক্ত সঞ্চালন বাড়ে। এর ফলে চুলের গোড়ায় সহজেই পুষ্টি পৌঁছয়। আর তাই নিয়মিত তেল দিয়ে ম্যাসাজ করুন, এতে কমবে চুল পড়ার সমস্যা

ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। নিয়মিত তাই এই তেল ব্যবহার করলে ইনফেকশন কমবে আর চুল পড়াও কমে। অন্য কোনও তেলের সঙ্গে মিশিয়ে তবেই ব্যবহার করুন