ফেস স্টিমিংয়ে বাড়বে ত্বকের জেল্লা
02 December 2023
মাথায় তোয়ালে চাপা দিয়ে গরম জলের ভাপ নিলে সর্দি-কাশি থেকে মুক্তি মেলে। জমে থাকা কফ এক নিমেষে পরিষ্কার হয়ে যায়।
সর্দি-কাশির হাত থেকে রেহাই পাওয়ার পাশাপাপাশি গরমের ভাপ নিলে ত্বকেও মেলে উপকারিতা। এটি ত্বককেও পরিষ্কার রাখে।
ফেস স্টিমিং ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে। গরম জলের ভাপ নিলে ত্বক অক্সিজেন পাবে। এতে ত্বকের টিস্যু পুনরুদ্ধার হতে পারবে।
ফেস স্টিমিং নিলে মুখের রোমকূপগুলো খুলে যায়। এতে জমে থাকা সমস্ত ময়লা, জীবাণু পরিষ্কার হয়ে যায়। এতে ব্রণর সমস্যাও কমে।
শীতকালে আর্দ্রতার অভাবে ত্বক শুকিয়ে যায়। গরম জলের বাষ্প ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। এতে ত্বকে প্রাকৃতিক গ্লো আসে।
গরম জলের বাষ্পে ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ে। এই প্রোটিন ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং ত্বকের জৌলুস ধরে রাখে।
ত্বকে সিবাম উৎপাদনও নিয়ন্ত্রণও থাকে ফেস স্টিমিংয়ের সাহায্যে। এতে ব্ল্যাকহেডস উৎপন্ন হয় না এবং রোমকূপ সঙ্কুচিত হয়ে যায়।
ফেস স্টিমিং নেওয়ার পর যদি মুখে কোনও ময়েশ্চারাইজার বা সিরাম মাখেন, সেটা ভাল করে ত্বক শুষে নেয় এবং এর কার্যকারিতা বাড়ে।
আরও পড়ুন