ত্বকের বন্ধু হোক স্ট্রবেরি

19 November 2023

ডেজার্ট‌ে চকোলেটের সঙ্গে স্ট্রবেরি খেতে কার না ভাল লাগে! তবে, এবার খাওয়ার পাশাপাশি মুখেও স্ট্রবেরি মাখতে পারেন। 

স্ট্রবেরি ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা পালন করে। স্ট্রবেরির ফেসপ্যাক বা স্ক্রাব ব্যবহার করলে উপকারিতা পেতে পারেন।

নিয়মিত স্ট্রবেরির ফেসপ্যাক ব্যবহারে ত্বকের বার্ধক্যের লক্ষণগুলো চটজলদি প্রকাশ পায় না। বলিরেখা, সূক্ষ্মরেখা ধারে কাছে ঘেঁষে না।

জল খাওয়ার পাশাপাশি মুখে স্ট্রবেরি মাখলেও ত্বক হাইড্রেট থাকে। আর ত্বক হাইড্রেট থাকলে ত্বকের একাধিক সমস্যা কমে যায়। 

স্ট্রবেরির মধ্যে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যা ব্রণর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এটি ব্ল্যাকহেডসের সমস্যা দূর করে।

ভিটামিন সি এবং এএইচএ থাকায় স্ট্রবেরি ত্বকের দাগছোপ কমায়। পাশাপাশি ত্বকের টোন উজ্জ্বল করতে সাহায্য করে স্ট্রবেরি।

অনিদ্রার কারণে চোখ ফুলে গিয়েছে। স্ট্রবেরিতে থাকা অ্যাস্ট্রিনজেন উপাদান চোখের চারপাশে ত্বকে আরাম প্রদান করে ও ফোলাভাব কমায়। 

হাত-পায়ে ট্যান পড়ে গিয়েছে? স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যালোকের হাত থেকে ত্বকের ক্ষয় প্রতিরোধ করে ও ট্যান দূর করে।