এই ৫ কারণে ত্বকে মাখুন অ্যাপেল সাইডার ভিনিগার
31 October 2023
ওজন কমাতে অনেকেই জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে পান করেন। কিন্তু এই উপাদান ত্বকের জেল্লা বাড়ায়, জানেন কি?
ত্বকের একাধিক সমস্যা দূর করতে অনেকেই ঘরোয়া প্রতিকারের সাহায্য নেন। এক্ষেত্রে কাজে আসে অ্যাপেল সাইডার ভিনিগার।
অ্যাসিডিক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য রক্ষা করে। এতে ত্বকের সমস্যা কমে।
অ্যাপেল সাইডার ভিনিগারের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ উৎপাদনকারী জীবাণুর হাত থেকে ত্বককে রক্ষা করে।
অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি মরা কোষ দূর করে ত্বকের জেল্লা ফিরিয়ে আনে।
অ্যাপেল সাইডার ভিনিগারের এক্সফোলিয়েটিং এফেক্ট ত্বকের দাগছোপ দূর করে। স্কিন টোন উন্নত করতে করে এই উপাদান।
ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় অ্যাপেল সাইডার ভিনিগার বার্ধক্যকে ত্বকের আশেপাশে ঘেঁষতে দেয় না। ত্বককে ভাল রাখে।
এমনকি খুশকি, স্ক্যাল্পে চুলকানি, উড়ো চুলের সমস্যা দূর করতেও সহায়ক অ্যাপেল সাইডার ভিনিগার। চুল পড়াও কমায় এই উপাদান।
আরও পড়ুন