স্নান করুন চারকোলের সাবান মেখে
11 September 2023
কোরিয়ান বিউটির হাত ধরে সারাবিশ্বে জনপ্রিয় অ্যাক্টিভেটেড চারকোল। আজকাল অনেকেই চারকোলের ফেসপ্যাক ব্যবহার করেন।
কালো হলেও চারকোল ব্যবহারে ত্বকের জেল্লা ফিরে পাওয়া যায়। এটি ত্বকে জমে থাকা সমস্ত ময়লা থেকে টেনে বের করে দেয়।
সপ্তাহে চারকোলের ফেসপ্যাক ব্যবহার করা যায়। কিন্তু রোজ ত্বকের খেয়াল রাখতে চাইলে চারকোলের সাবান মেখে স্নান করুন।
চারকোলের সাবান ত্বকের উপরিতলে জমে থাকা তেল, ময়লা, মৃত কোষ পরিষ্কার করে দেয়। এটি রোমকূপে জমে থাকা ময়লাও পরিষ্কার করে দেয়।
চারকোল ছাড়াও সাবানের মধ্যে অলিভ অয়েল, নারকেল তেল ও এসেনশিয়াল অয়েল থাকে। তাই এটি ব্যবহারে ত্বকের কোনও ক্ষতি হয় না।
চারকোলের সাবানের মধ্যে কোনও ক্ষার নেই। তাই চারকোলের সাবান ব্যবহার করার পর ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়ার ভয়ও নেই।
চারকোল তৈলাক্ত ত্বকে সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ব্রণর সমস্যাকে দূর করে। পিঠে ব্রণ হলে চারকোলের সাবান মাখতে পারেন।
চারকোল সাবান ট্যান দূর করতে সহায়ক। পাশাপাশি ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর।
চারকোলের সাবান ত্বককে ডিটক্সিফাই করে। ত্বকে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ দূর করে এবং সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয়।
আরও পড়ুন