তৈলাক্ত ত্বকে ভরসা যখন মুলতানি মাটি

24 September 2023

তৈলাক্ত ত্বকের সমস্যা সহজে পিছু ছাড়ে না। নাকের দু'পাশ ও কপাল জুড়ে তেল নিঃসরণ হতে থাকে এবং ত্বক নিস্তেজ দেখায়। 

তৈলাক্ত ত্বকে তেলতেলে ভাব সবচেয়ে বড় সমস্যা। তার সঙ্গে ওপেন পোরস, ব্রণ ও ব্ল্যাকহেডসের সমস্যাও বিরক্তি বাড়িয়ে তোলে।

তৈলাক্ত ত্বকের যত্নে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংই যথেষ্ট নয়। আপনার ত্বক বিশেষ যত্ন, যাতে তেলেতেল ভাব সহজেই কমে।

ঘরোয়া টোটকায় আপনি ত্বকের তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। পাশাপাশি ব্রণ, ব্ল্যাকহেডস ও ওপেন পোরসও দূর করতে পারেন। 

সপ্তাহে একদিন মুখে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করুন। এটি ত্বক থেকে সমস্ত ময়লা, তেল দূর করে। ত্বককে ডিটক্সিফাই করে।

মুলতানি মাটির মধ্যে জিঙ্ক, সিলিকা, আয়রন ও ম্যাগনেশিয়াম রয়েছে। তাই মুলতানি মাটি ব্যবহারে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

তেলতেলে ভাব কমিয়ে ত্বককে টানটান করে তুলতে মুলতানি মাটি দারুণ কার্যকর। পাশাপাশি আপনার ত্বকে সতেজতা এনে দেয় এই উপাদান।

গোলাপ জলের সঙ্গে মুলতানি মাটি ও চন্দন বাটা মিশিয়ে মাখুন। এতে ব্রণ, ফুসকুড়ি এবং ত্বকের যাবতীয় দাগছোপও দূর হয়ে যাবে।