গোলাপ জলের ৭ গুণ, জানেন?
30 October 2023
রূপচর্চার জগতে জুড়ি মেলা ভার গোলাপ জলের। এই প্রাকৃতিক উপাদান বেশ কিছু উপায়ে আপনার ত্বককে উপকারিতা প্রদান করে।
টোনার হিসেবে ব্যবহার করা হয় গোলাপ জল। এটি ত্বককে পরিষ্কার করে এবং পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
জ্বালাভাব, লালচে ভাব, সানবার্নের মতো ত্বকের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে গোলাপ জল। এটি ত্বকে কুলিং এফেক্ট দেয়।
গোলাপ জলে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাই গোলাপ জল ব্যবহারে ত্বকের লালচে ভাব ও প্রদাহ সহজেই কমে যায়।
যে কোনও ধরনের ত্বকের সংক্রমণ থেকে বাঁচতে গোলাপ জল ব্যবহার করুন। এটি শক্তিশালী প্রাকৃতিক স্কিন কেয়ার উপাদান।
গোলাপ জলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের অক্সিডেটিভ চাপ কমায়। এতে ত্বকের কোষ ভাল থাকে এবং বার্ধক্য ধারে কাছে ঘেঁষে না।
বলিরেখা, কুঁচকানো চামড়ার সমস্যা এড়াতে গোলাপ জল ব্যবহার করুন। এটি ত্বকে অ্যান্টি-এজিং এজেন্ট হিসেবে কাজ করে।
ব্রণ কমানোর পাশাপাশি ব্রণর দাগ কমাতেও উপযোগী গোলাপ জল। গোলাপ জলের ময়েশ্চারাইজিং উপাদান ত্বকের খেয়াল রাখে।
আরও পড়ুন