3 January 2024

কয়েক ঘণ্টায় উঠবে ব্রণর কালো দাগ

credit: istock

TV9 Bangla

মুখে  একটা দু'টো ব্রণ হয়। কিন্তু আপনি তাতে হাত না দিলেও কালো দাগ থেকেই যায়? এই সমস্যা থেকে বাঁচার উপায় কী?

আজকাল অনেকেই মুখের দাগ মেটাতে সার্জারির সাহায্য নেন। ব্যবহার করেন দামি ব্র্যান্ডের মেকআপ। কিন্তু এতসব না করে ঘরোয়া উপায়েই মুখের দাগ কমানো যায়।

কমলালেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটমিন সি। ত্বক উজ্জ্বল রাখতে এবং কালো দাগ মেটাতে এই ভিটামিন সি দারুণ কার্যকর।

কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। সমপরিমাণ গুঁড়ো এবং মধু মিশিয়ে ব্রণর কালো দাগের জায়গায় প্রলেপ দিন। ১৫-২০ মিনিট এটি মুখে মেখে রাখুন।

যে কোনও দাগ মেটাতেই পাতিলেবুর জুড়ি মেলা ভার। একটি পাত্রে পাতিলেবুর রস নিয়ে তাতে তুলো দিয়ে দাগের জায়গাগুলিতে সরাসরি মেখে নিন।

১০-১৫ মিনিট মুখে লেবুর রস রেখে উষ্ণ গরম জলে ধুযে নিন। হাত, পা সহ শরীরের অন্যান্য খোলা অংশেও পাতিলেবুর রস মাখতে পারেন।

তবে তার আগে আপনাকে মেনে চলতে হবে কিছু বিশেষ নিয়ম। প্রচুর পরিমাণে জল খান। ত্বক পরিষ্কার রাখুন। প্রতিদিন ভাল করে মুখের মেকআপ তুলুন।

অপরিষ্কার হাতে ব্রণর জায়গাটি ধরবেন না। ব্রণ অযথা নখ দিয়ে খুঁটবেন না। বিজ্ঞাপনে দেখে যে কোনও ক্রিম বা লোশন মুখে মাখবেন না।