শীতে এই ৬ উপায়ে মাখুন গ্লিসারিন
05 December 2023
শীতের নিত্যসঙ্গী ক্রিম, তেল, ময়েশ্চারাইজার। তবে, আজও মা-ঠাকুমাদের ভরসা গ্লিসারিন। গ্লিসারিনও ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
বাজারে যে সব ময়েশ্চারাইজার পাওয়া যায়, তাতেও গ্লিসারিন পাওয়া যায়। গ্লিসারিন হল প্রাকৃতিক উপাদান, যা ত্বককে কোমল রাখে।
গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মুখে মাখতে পারেন। এই টোনার ত্বককে পরিষ্কার ও হাইড্রেট রাখতে সাহায্য করবে।
চাল ভেজানো জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়েও মুখে পারেন। এই মিশ্রণও আপনার ত্বকের উপর টোনার হিসেবে কাজ করবে।
অ্যালোভেরা জেল ও জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে দিন। এই ফেস মিস্ট ত্বকে সতেজতা এনে দেবে।
অতিরিক্ত শুষ্ক ত্বক? মধুর সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এই ফেসপ্যাক ত্বককে কোমল করে তুলবে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিটামিন সি সিরামের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে লাগান। এতে দাগছোপ দূর হবে।
অতিরিক্ত শুষ্ক ত্বক? মধুর সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এই ফেসপ্যাক ত্বককে কোমল করে তুলবে।
আরও পড়ুন