রূপচর্চার দুনিয়ায় চল বেড়েছে বডি পলিশিংয়ের।
বডি পলিশ করলে গায়ের সমস্ত মরা চামড়া পরিষ্কার হয়ে যায়।
বডি পলিশের জন্য বাজারে পাওয়া যাচ্ছে স্ক্রাব।
বডি স্ক্রাব ব্যবহার করেই আপনি হাত-পায়ের ত্বকের খেয়াল রাখতে পারেন।
স্ক্রাবের পাশাপাশি আরও উপাদান দিয়ে বডি পলিশ করতে পারেন।
স্নানের জলে হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে নিন। এটি ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী।
ড্রাই ব্রাশ ব্যবহার করেও আপনি ত্বক এক্সফোলিয়েট করতে পারেন।
বডি পলিশিংয়ের শেষ গা-হাত-পা তোয়ালে দিয়ে মুছে নিন। খুব বেশি ঘষবেন না।
শেষে অবশ্যই বডি লোশন বা ময়েশ্চারাইজার মেখে নেবেন।