পুজোর আগে মুখে ডাবের জল মাখলে গ্লো করবেন
04 October 2023
শরীরকে ঠান্ডা ও চাঙ্গা রাখতে গেলে নিয়ম করে ডাবের জল পান করা উচিত। আর যদি পুজোর আগে মুখে ডাবের জল মাখেন, পাবেন জেল্লা।
ত্বকের সমস্যায় ডাবের জল দারুণ উপযোগী। বিশেষত এটি আপনার নিস্তেজ ত্বকে পুজোর আগে জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।
শরৎকাল হলেও, আকাশের মুখ ভার। এমন বৃষ্টিমুখর দিনে ত্বকের জৌলুস হারিয়ে যায়। ত্বকের সতেজতা ফেরাতে ডাবের জল মাখুন।
ডাবের জলে ভিটামিন সি, বি, কে, জিঙ্ক, আয়োডিনের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এগুলো ত্বককে বার্ধক্যের হাত থেকে দূরে রাখে।
রুক্ষ ও শুষ্ক ত্বকে প্রাণ এনে দেয় ডাবের জল। পাশাপাশি ব্রণ ও ত্বকের যাবতীয় দাগছোপ দূর করে দেয় এই প্রাকৃতিক উপাদান।
নাকের উপর জমে থাকা ব্ল্যাকহেডস দূর করতে ডাবের জল ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকে এই উপাদান কার্যকরী ফল এনে দেয়।
টোনার হিসেবে আপনি ডাবের জল ব্যবহার করতে পারেন। তুলোর বল নিয়ে তাজা ডাবের জল ডুবিয়ে সারা মুখে বুলিয়ে নিন।
একদিন অন্তর আপনি মুখে ডাবের জল মাখতে পারেন। এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকবে। পাশাপাশি ত্বকের সমস্যাও কমবে।
আরও পড়ুন