৬ উপায়ে আদা দিয়ে নিন ত্বকের যত্ন
11 September 2023
আদা খেলে দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। আবার এই উপাদান আপনাকে নিখুঁত ত্বকও এনে দিতে পারে। কীভাবে, জেনে নিন।
আদার একাধিক উপকারিতা রয়েছে। রূপচর্চায় ছয় উপায়ে আপনি এই উপাদানে ব্যবহার করতে পারেন। সেই টিপসই রইল আপনার জন্য।
আদা দিয়ে ফেস স্ক্রাব বানান। আদা কুচিয়ে নিন। চিনি ও মধুর সঙ্গে মিশিয়ে ত্বকের উপর হালকা হাতে স্ক্রাব করুন। এটি মৃত কোষ দূর করে দেবে।
মধু ও চিনির সঙ্গে মেশানো আদাকে আপনি লিপ স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট কোমল ও মোলায়েম থাকবে।
বডি স্ক্রাবও বানাতে পারেন আদা দিয়ে। সি সল্ট বা চিনির সঙ্গে আদার রস মিশিয়ে দিন। স্নানের সময় এই বডি স্ক্রাব দিয়ে ত্বক পরিষ্কার করুন।
ব্রণ দূর করে আদা। আদা থেঁতো করে মধুর সঙ্গে মিশিয়ে দিন। এটি ব্রণর উপর লাগান। এর প্রদাহবিরোধী গুণ ব্রণর ব্যথা ও লালচে ভাব কমাবে।
আপনি আদার এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজারের সঙ্গে এই আদার তেল মিশিয়ে মুখে মাখতে পারেন।
গরম জলে আদা থেঁতো করে ফুটিয়ে নিন। এই জল ঠান্ডা করে ও ছেঁকে স্প্রে বোতলে ভরে রাখুন। এটি টোনার হিসেবে ব্যবহার করুন।
আরও পড়ুন