ত্বকের একগুচ্ছ সমস্যার সমাধান গ্রিন টি 

22 August 2023

ওজন কমাতে অনেকেই চুমুক দেন গ্রিন টিয়ে। এই চা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এতে ক্যালোরি ঝরে।

শরীরের পাশাপাশি ত্বকের জন্যও উপযুক্ত গ্রিন টি। রূপচর্চাতেও আপনি নির্দ্বিধায় গ্রিন টি ব্যবহার করতে পারেন।

গ্রিন টিয়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের সমস্ত মুশকিল আসান করতে পারেন। ঠেকিয়ে দিতে পারে বার্ধক্যও।

এক গ্লাস জলে ২ চামচ গ্রিন টি দিয়ে ফুটিয়ে নিন। এই চা এবার ভরে রাখুন শিশিতে। এই লিকার চা দিয়ে সেরে ফেলতে পারেন রূপচর্চা।

গ্রিন টিয়ের সঙ্গে মধু মিশিয়ে সারা মুখে লাগান। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে। 

এক চা চামচ গ্রিন টি-র পাতা ফেসওয়াশের সঙ্গে মিশিয়ে নিয়ে মাখুন। এটি আপনার ত্বক থেকে যাবতীয় মৃত কোষ দূর করে দেবে। 

আপনার তৈরি লিকার চা আপনি সরাসরি মুখে স্প্রে করতে পারেন। এটি আপনার ত্বকে টোনারের কাজ করবে। প্রদাহ কমাবে। 

এই গ্রিন টিয়ের টোনার আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন। এছাড়া চোখের যত্নে ব্যবহার করতে পারেন গ্রিন টি।

ব্যবহার করা গ্রিন টিয়ের ব্যাগ ফ্রিজে তুলে রাখুন। তারপর ওই ঠান্ডা ব্যাগ চোখের উপর রাখুন। গ্রিন টি কমিয়ে দেবে ডার্ক সার্কেলের সমস্যা।