পুজোর আগে পাকা পেঁপেই বাড়াবে ত্বকের গ্লো
09 October 2023
পাকা পেঁপে খেলে যেমন শরীর-স্বাস্থ্য ভাল থাকে, একইভাবে ফেটে পড়ে ত্বকের জেল্লা। পাকা পেঁপে মুখে মাখলেও বাড়ে সৌন্দর্য।
পাকা পেঁপের মধ্যে প্রাকৃতিক এনজাইম রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ৭ উপায়ে ব্যবহার করুন।
পাকা পেঁপে ম্যাশ করে সরাসরি ত্বকের উপর লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে এক্সফোলিয়েট করবে।
এক্সফোলিয়েটিং স্ক্রাবও বানাতে পারেন। পাকা পেঁপে ম্যাশ করে ওটস বা চিনি মিশিয়ে নিলেই হবে। এটি ত্বককে কোমল করে তুলবে।
ত্বককে ময়েশ্চারাইজও করতে পারেন। ম্যাশ করা পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে আপনার শুষ্ক ত্বকের উপর ২০ মিনিট রাখুন।
পাকা পেঁপের রস ছেঁকে টোনার হিসেবে মুখে লাগাতে পারেন। নিয়মিত পাকা পেঁপে মাখলে আপনার ব্রণর সমস্যাও কমে যাবে।
এছাড়া ঠোঁট, পা ও চুলেরও যত্ন নেয় পাকা পেঁপে।পাকা পেঁপের সঙ্গে নারকেল তেল ম্যাশ করে ফাটা ও শুষ্ক ঠোঁটের উপর লাগান।
পাকা পেঁপে ম্যাশ করে সরাসরি চুলে লাগাতে পারেন। আর পায়ের জন্য সি সল্টের সঙ্গে পাকা পেঁপে মিশিয়ে ব্যবহার করুন।
আরও পড়ুন