মুখে তেঁতুল মাখলেই ফিরবে জেল্লা

14 September 2023

উজ্জ্বল ও তরতাজা ত্বক কার না চাই। কিন্তু রোজের জীবনযাত্রায় ত্বকের হাল ফেরানো কঠিন কাজ হয়ে দাঁড়ায়। উপায় কী?

রোজ নিয়ম করে ক্লিনজিং, টোনিং ও ময়শ্চরাইজিং—এই তিন ধাপের সাহায্য নিলেই ত্বকের জেল্লা ফেরানো সহজ হয়।

এই তিন ধাপ মেনে চলার পাশাপাশি অনেক সময় ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন। তখন কাজে আসতে পারে ঘরোয়া টোটকা।

ত্বকের জেল্লা বাড়াতে নামীদামি প্রসাধনীর প্রয়োজন নেই। কম খরচে উজ্জ্বল ত্বক পেতে মুখে তেঁতুল ব্যবহার করুন।

তেঁতুলের মধ্যে থাকা ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম ইত্যাদি মিনারেল ত্বকের পরিচর্চা‌য় বিশেষ ভূমিকা পালন করে।

পরিমাণ মতো তেঁতুল নিয়ে গরম জলে ফুটিয়ে নিন। তারপর জল ঠান্ডা করে তেঁতুলের ক্বাথ বানিয়ে নিন। এই ক্বাথ তুলে রাখুন।

দু'চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাক ভাল করে মুখে লাগিয়ে নিন।

ফেসপ্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দু'বার এই ফেসপ্যাক ব্যবহার করুন।