সূর্যের আলোতে কালো হতে পারে ঠোঁট
13 September 2023
ঠোঁটের উপর কালচে দাগ সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। ঠোঁটের পিগমেন্টেশন মহিলাদের মধ্যে সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সূর্যের অতিরিক্ত এক্সপোজার ঠোঁটের রং কালচে করে দেয়। এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার না করার ফলে এমন হয়।
সূর্যের অতিবেগুনি রশ্মি ঠোঁটে অতিরিক্ত মেলানিন উৎপাদন করে। যার জেরে আপনার গোলাপি ঠোঁট ধীরে ধীরে কালো হতে থাকে।
ঠোঁটকে সূর্যালোকের হাত থেকে বাঁচাতে রোজ এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করতে হবে। কিন্তু কালচে ঠোঁটকে গোলাপি করবেন কীভাবে?
সকালের পাশাপাশি রাতে ঘুমোতে যাওয়ার সময়ও ঠোঁটে লিপবাম লাগিয়ে নিন। এটি আপনার ঠোঁটকে হাইড্রেটেড ও কোমল রাখবে।
এমন লিপবাম বেছে নিন যার মধ্যে ভিটামিন ই, বাদাম তেল, কোকো বা শিয়া বাটার রয়েছে। এগুলো ঠোঁটের যত্ন নিতে সাহায্য করে।
সপ্তাহে দু'বার ঠোঁট এক্সফোলিয়েট করুন। মধু, লেবুর রস ও চিনি দিয়ে লিপ স্ক্রাব বানিয়ে নিন। তারপর এটি ঠোঁটে ঘষে ধুয়ে ফেলুন।
সপ্তাহে একবার লিপ মাস্ক ব্যবহার করতে পারেন। বিটরুটের সঙ্গে মধু ও দুধ মিশিয়ে ঠোঁটের উপর লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন