17 January 2024

কাজু ফেরাবে ত্বকের হাল

credit: istock

TV9 Bangla

পায়েস, পোলাওয়ের স্বাদ বাড়াতে কাজু ব্যবহার করেন। এই কাজু বাদাম দিয়ে কখনও ত্বকের যত্ন নেওয়ার কথা ভেবে দেখেছেন?

কাজু ত্বকের জন্য উপযোগী। এই বাদামের তৈরি ফেসপ্যাক ব্যবহার করে আপনি ত্বকের যে কোনও সমস্যাকে চিরতরে দূর করতে পারেন।

কাজুর ফেসপ্যাক ব্যবহার করলে আপনি ব্রণ থেকে দাগছোপ সবই দূর করতে পারবেন। কিন্তু কীভাবে ব্যবহার করবেন কাজুর ফেসপ্যাক?

১০-১২টি কাজু বাদাম জলে ভিজিয়ে রাখুন। এরপর জল থেকে কাজু তুলে নিন। কাজুর সঙ্গে দুধ মিশিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন। 

এবার কাজু বাদামের পেস্টের সঙ্গে ১ চা চামচ বেসন বা চালের গুঁড়ো যোগ করে নিন। তৈরি হয়ে গেল কাজু বাদামের ফেসপ্যাক।

প্রথমে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর মুখে ও ঘাড়ে কাজু বাদামের ফেসপ্যাক লাগিয়ে নিন। এবার ২০ মিনিট অপেক্ষা করুন।

কাজু বাদামের ফেসপ্যাক শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর মুখে হালকা ময়েশ্চারাইজ মেখে নিন। 

সপ্তাহে ২-৩ বার এই কাজু বাদামের ফেসপ্যাক ব্যবহার করুন। এতে ব্রণ, দাগছোপ ও বলিরেখার সমস্যা ধীরে-ধীরে কমে যাবে।