ক্যাস্টর অয়েল মেখে কমিয়ে ফেলুন স্ট্রেচ মার্কস

24 August 2023

ওজন বৃদ্ধি বা হ্রাসের কারণে পা জুড়ে দেখা যায় স্ট্রেচ মার্কস। গর্ভাবস্থাতেও মহিলাদের তলপেট জুড়ে বাসা বাঁধে স্ট্রেচ মার্কস। 

স্ট্রেচ মার্কসের সমস্যা দূর করতে বিভিন্ন ধরনের ক্রিম বা তেল ব্যবহার করেন অনেকেই। কিন্তু সেগুলো আশানুরূপ ফল দেয় না।

স্ট্রেচ মার্কস দূর করতে ত্বককে ময়েশ্চারাইজ করা জরুরি। ত্বকের আর্দ্রতা বজায় না থাকলে সাদা স্ট্রেচ মার্কস থেকে মুক্তি মেলে না। 

স্ট্রেচ মার্কস দূর করতে সবচেয়ে বেশি কার্যকর ক্যাস্টর অয়েল। এই তেল রোজ মালিশ করলে আপনার স্ট্রেচ মার্কস দূর হবেই।

ক্যাস্টর অয়েলের মধ্যে অ্যানস্যাচুরেটেড ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই তেল ত্বককে ময়েশ্চারাইজড করতে সাহায্য করে। 

ক্যাস্টর অয়েল অল্প গরম করে নিন। এই গরম তেল স্ট্রেচ মার্কসের উপর ৫-১০ মিনিট মালিশ করুন। এটি প্রতিদিন করতে হবে।

নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়েও স্ট্রেচ মার্কসের উপর মালিশ করতে পারেন। এই টোটকাও দারুণ কার্যকর।

স্ট্রেচ মার্কস দূর করতে ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন। এই কাজটাও রোজ করতে হবে। 

রাতে ঘুমনোর আগে স্ট্রেচ মার্কসের উপর ক্যাস্টর অয়েল মালিশ করুন। এভাবেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।