17 January 2024

ব্রণর দাগ তোলার সহজ উপায়

credit: Pinterest

TV9 Bangla

ব্রণর সমস্যায় জেরবার অনেকেই। প্রায় সারাবছরই পিছন ছাড়ে না এই ব্রণ। যা কিছু করে ব্রণ সারালেও এর দাগ কিন্তু পিছন ছাড়ে না।

অনেকেই ব্রণ খুঁটে ফেলেন, আর তাতে ত্বকে দাগ আরও বেশি গাঢ় হয়। এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় রয়েছে। আসুন কী সেগুলি দেখে নেওয়া যাক...

 ব্রণর দাগ সারাতে সবচেয়ে বেশি কার্যকরী উপায় হল অ্যালোভেরা। রাতে অ্যালোভেরা ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন।

রাতে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর মুখে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। দেখবেন দূর হবে দাগ।

এ ছাড়া টি ট্রি অয়েল ব্যবহার করলেও কাজ হবে। এতে ব্রণর দাগ মেটার পাশাপাশি ত্বকে জেল্লা ফিরবে। তাই ব্যবহার করে দেখতে পারেন।

ব্রণর দাগ তুলতে ভীষণ কার্যকরী মুসুর ডাল। এই ডালের সঙ্গে দিন দুধ। আর এই মিশ্রণ মুখে লাগালে তা মুখের অবাঞ্ছিত দাগ চলে যায়।

জাঁকিয়ে পড়েছে শীত। এক কথায় ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। আর ঠান্ডা থেকে বাঁচার একমাত্র ভরসা সোয়েটার বা উলের জামাকাপড়।

এছাড়াও এই মিশ্রণ যদি মুখে ব্রণর উপর লাগানো যায়, তাহলে তা খুবই উপকার দিতে পারে। রোজ এই প্যাক লাগানোর অভ্যাস থাকলে মুখ থাকবে পরিষ্কার।

মুখের দাগ ছোপ সরিয়ে দিতে মুখে লাগান লেবুর রস। মুখে রস লাগিয়ে তা ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এতেই মিটে যাবে মুখে দাগের সমস্যা।