18 January 2024

ব্ল্যাকহেডসকে ভ্যানিশ করুন এই উপায়ে

credit: Pinterest

TV9 Bangla

ব্ল্যাকহেডসের সমস্যা মানুষের সারাবছর। প্রায় গোটা বছরই এই সমস্যায় ভুগতে হয় মানুষজনকে। আর শীতে ব্ল্যাকহেডসের সমস্যা আরও বাড়ে।

অনেক নামীদামি পণ্য ব্যবহার করেও কাজ হচ্ছে না তো? তাহলে এ বার নজরটা ঘোরান ঘরোয়া উপায়ে। জানুন তার জন্য কী করতে হবে।

ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পেতে সবার আগে যেটা করতে হবে তা হল মুখ ভালো করে পরিষ্কার করা। কারণ মুখে ময়লা জমলে এই সমস্যা আরও বাড়বে।

তাই দিনে কয়েকবার ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। এ ছাড়া ব্যবহার করতে পারেন ক্লিনজারও। তাতে আরও ভালো পরিষ্কার হবে।

সপ্তাহে অন্তত দু'বার ত্বক এক্সফ্লয়েট করুন। এতে চামড়া থেকে মৃত কোষ দূর হবে। পাশাপাশি দূর হবে ব্ল্যাকহেডসের সমস্যাও।

সপ্তাহে এক থেকে দু'দিন চারকোল মাস্ক ব্যবহার করতে পারেন। কারণ ব্ল্যাকহেডসের যম এই চারকোল। এই মাস্ক ব্যবহার করলে ফল পাবেন।

অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। তাতে ব্ল্যাকহেডসের সমস্যা মিটবে। এমনকী ঘরের ভিতরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন। আর চেষ্টা করবেন অয়েল-ফ্রি সানস্ক্রিন ব্যবহার করার।

বাজারে আজকাল ব্ল্যাকহেডস রিমুভাল স্ট্র্যাপ পাওয়া যায়। তা ব্যবহার করলেও ফল পাবেন। এতে দ্রুত ব্ল্যাকহেডসের সমস্যা দূর হয়।