05 January 2024

শীতে ওয়ার্ক আউট করার আগে মাথায় রাখবেন যে বিষয়গুলি

TV9 Bangla

Credit- Pinterest

যতদিন যাচ্ছে মানুষের মধ্যে বাড়ছে ডার্ক সার্কেলের সমস্যা। চোখের তলায় মোটা হচ্ছে কালো দাগ, যা মোটেই ভালো দেখায় না।

অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার কারণে চোখের নিচে কালো দাগ তৈরি হয়। এছাড়া কম ঘুম, হরমোনের পরিবর্তন, অনিয়ন্ত্রিত জীবনযাপন বা বংশগত কারণেও চোখের তলায় কালো দাগ হয়।

এই ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ভেবে পান বা কী করা উচিত। তাঁদের জন্য রইল কিছু উপায়। যা মানলে সহজেই দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা।

ডার্ক সার্কেল দূর করতে টমেটো সবচেয়ে কার্যকরী। এটি প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালো দাগ দূর করতে কাজ করে। এর পাশাপাশি এটি ব্যবহারে ত্বকও থাকে কোমল ও সুন্দর।

ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করলে ডার্ক সার্কেলর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। টি ব্যাগ, জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর ঠাণ্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন।

কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে দু'চোখে লাগিয়ে নিন। চোখ বন্ধ করে শুয়ে থাকুন। ৩০ মিনিট মতো এভাবে থেকে তারপর জল দিয়ে ধুয়ে নিন।

ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি পেতে দুধও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ঠাণ্ডা দুধ। তুলোর বলে ঠাণ্ডা দুধ নিয়ে চোখের নিচে লাগিয়ে নিন। কাজ হবে।

এ ছাড়া ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে ব্যবহার করতে পারেন কমলালেবুর খোসাও। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে নিনয তারপর তা গুঁড়ো করে তাতে গোলাপের জল মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করুন।