চোখের পাতা ও ভ্রু-তে খুশকি? রইল সমাধান

24 September 2023

খুশকি কেবল মাথার ত্বক বা স্ক্যাল্পেই হয় না, ভ্রু এবং চোখের পাতায়ও হতে পারে। যা খুবই অস্বস্তির। খুশকি হলেই চুল পড়া, ত্বকে লালচে ভাব, জ্বালা, চুলকানি, ব্যথা হতে থাকে

স্ক্যাল্পে খুশকি হলে না হয় মাথায় কাপড় জড়িয়ে সবার চোখ এড়ানো যায়। কিন্তু চোখের পাতা কিংবা ভ্রুর খুশকি? ওটা খুব সহজেই সকলের চোখে পড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া উপাদান

এক টেবিল চামচ টি ট্রি অয়েল হালকা গরম করে নিন। এই তেলে তুলো ভিজিয়ে চোখের পাতা এবং ভ্রুতে ভাল করে লাগান। ১০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন

টি ট্রি অয়েলে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি সৃষ্টিকারী ছত্রাক দূর করতে সাহায্য করে। এই তেল ব্যবহারে চোখের পাতা এবং ভ্রুর খুশকি থেকে মুক্তি পাবেন

গরম জলে পরিষ্কার হ্যান্ড টাওয়েল ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। এর পর এই ভেজা তোয়ালে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। তোয়ালে ঠান্ডা হয়ে গেলে আবার গরম জলে ভিজিয়ে নিতে পারেন

গরম জলে পরিষ্কার হ্যান্ড টাওয়েল ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। এর পর এই ভেজা তোয়ালে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। তোয়ালে ঠান্ডা হয়ে গেলে আবার গরম জলে ভিজিয়ে নিতে পারেন

এক টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম করে চোখের পাতা এবং ভ্রুতে আলতো করে ম্যাসাজ করুন। তারপর গরম জলে পরিষ্কার হ্যান্ড টাওয়েল ভিজিয়ে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। ও হালকা গরম জল দিয়ে চোখ এবং ভ্রু ধুয়ে ফেলুন

তুলো দিয়ে চোখের পাতা এবং ভ্রু-তে অ্যালোভেরা জেল লাগান। পাঁচ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। ফল পাবেন

অ্যালোভেরা জেল খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করে, এর পাশাপাশি জ্বালা, ব্যথা এবং লালচে ভাবও কমায়। নতুন চুল গজাতেও সাহায্য করে অ্যালোভেরা