চুল পড়ার সমস্যাকে চিরতরে বিদায় জানান এভাবে

12 September 2023

সাধারণ দিনের তুলনায় বর্ষাকালে চুলরে সমস্যা কয়েক গুণে বাড়ে। এর মধ্যে অন্যতম হল চুল পড়ার সমস্যা। বাতাসের আর্দ্রতার কারণেই চুলে সমস্যা বাড়তে থাকে

তাই এইসময় চুলের চাই বাড়তি যত্ন। তাই চুলের যত্নে ভরসা রাখুন কিছু ঘরোয়া উপায়ে। জানুন কীভাবে যত্ন নিলে আর চুল পড়বেন না এবং চুল হলে স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর...

চুল পড়ার সমস্যা দূর করতে কলা ও পেঁপে খুবই কার্যকরী। পেঁপের একটি টুকরো নিন এবং এটি ভালভাবে ম্যাশ করুন

এরপর অর্ধেক কলা ম্যাশ করে মিশিয়ে নিন। এরপর উভয় জিনিসের মিশ্রণটি চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে  দিন। তারপর চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। 

চুল পড়া রোধ করতে, চুল হতে হবে  মজবুত।  আদিযুগ থেকে চুলের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে মেথি। কীভাবে ব্যবহার করলে কাজ হবে জানুন...

মেথি দানা নিয়ে তাতে কিছুটা জল মিশিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। তারপর মেথির পেস্টে এক চামচ দই ও সমপরিমাণ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করুন

শিকাকাই মা-ঠাকুরমার সময় থেকে ব্যবহার হয়ে আসছে। চুল পড়া রোধ করার পাশাপাশি চুলকে মজবুত ও জেল্লাদার করতেও সাহায্য করে এই উপাদান

এর জন্য দুই-তিন চামচ শিকাকাই পাউডার নিয়ে তাতে এক চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর চুলে লাগিয়ে ৫ মিনিট মাথায় ম্যাসাজ করুন এবং আধা ঘণ্টা পর মাথা ধুয়ে ফেলুন

চুলের ভালো যত্নে আমলা ও লেবুর সাহায্যও নিতে পারেন। এর জন্য তিন-চার চামচ আমলা গুঁড়ো নিয়ে তাতে কিছু জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সবশেষে এতে দুই চামচ লেবুর রস মেশান।