শরীরের জন্য উপকারী শসা। তবে শুধু খেলেই হবে না কিন্তু। কারণ অনেকেই হয়তো জানেন না যে ত্বকের জন্যও সমান উপকারী শসা
ফেসিয়াল করার পর চোখের উপর শসা দেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু অন্যান্য রূপচর্চায় শসার ব্যবহার অতটাও পরিতিত নয়
জানেন কি শসা দিয়ে তৈরি হয় টোনার। যা ত্বকরে পিএইচ মাত্রা বজার রাখতে দারুণভাবে সাহায্য করে থাকে। এছাড়া ত্বক উজ্জ্বলও হয় এতে
এছাড়া শসাকে আরও বিভিন্নভাবে ত্বকের কাজে ব্যবহার করতে পারেন। কীভাবে তাই ভাবছেন তো? জানুন কীভাবে করবেন ব্যবহার
শসা টোনার তৈরি করতে, শসা ধুয়ে, পিষে এর রস বের করুন। তারপর এই রসে সমপরিমাণ জল মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার এটি একটি স্প্রে বোতলে ভরে নিয়মিত মুখে লাগান
টোনার তৈরিতে এর সঙ্গে আরও ব্যবহার করতে পারেন গ্রিন টি।এর জন্য শসার রসে গ্রিন টি ও লেবুর রস মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর একটি বোতলে ভরে রাখুন এবং প্রয়োজনে ব্যবহার করুন
শসা এবং পুদিনা পাতা দিয়েও টোনার তৈরি করতে পারেন। এ জন্য শসাকে মিহি টুকরো করে কেটে নিন। তারপর একটি পাত্রে জল নিয়ে তাতে পুদিনা ও শসা দিয়ে দিন
এছাড়াও পুদিনা পাতা যোগ করুন। তারপর এই মিশ্রণটি চব্বিশ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরের দিন এই পানি ফিল্টার করে একটি স্প্রে বোতলে ভরে ত্বকের যত্নে ব্যবহার করুন