কয়েকদিন রাতে এই ফেস মাস্ক ব্যবহার করেই দেখুন

16 September 2023

যতদিন যাচ্ছে ক্রমে বেড়েই চলেছে ত্বকের নানা সমস্যা। আর বর্ষায় আরও বেড়েছে ত্বকের নানা সমস্যা। তাই এইসময় ত্বকের বাড়তি প্রয়োজন

সারাদিন যা রূপচর্চা করছেন তা তো ঠিক আছে। কিন্তু বাড়তি নজর দিতে হবে রাতের বেলা ত্বকের যত্নে। তবে রাতে শুধু ত্বকে ক্রিম ব্যবহার করলেই হবে না

রাতের বেলা কয়েক ধরনের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। যা ত্বককে মসৃণ ও সুন্দর করতে সাহায্য করবে। এর পাশাপাশি কমবে ত্বকের নানা সমস্যাও

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কিছু ফেস মাস্ক। সবসময় যে আপনাকে বাজার চলতি ফেস মাস্কই ব্যবহার করতে হবে এমনটা নয়। আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস মাস্ক

ঘরোয়া উপায়ে অ্যালোভেরা দিয়ে মাস্ক বানিয়ে নিতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন মেশান। এবার তা গোটা মুখে লাগিয়ে নিন। এতে পিগমেন্টেশনের সমস্য়া কমবে

একটা দুধযুক্ত ক্রিম নিন। এবাক তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। মিশ্রণটি সারারাত ত্বকে লাগিয়ে রেখে দিন। এই প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে

দুই টেবিল চামচ টক দই ও কলার সঙ্গে  এক টেবিল চামচ মধু যোগ করুন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিয়ে মুখে লাগান। এবার ৩০ মিনিট মতো অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে নিন

এছাড়া টকদই ও ওটসের মাস্ক ব্যবহার করলেও উপকার পাবেন। এর জন্য টকদইয়ের সঙ্গে ওটসের গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন