08 January 2024

TV9 Bangla

Credit- Pinterest

উজ্জ্বল চকচকে ত্বকের একমাত্র ভরসা কিন্তু টকদই 

টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। আর দইকে খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার করে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়।

 নিয়মিত টকদইয়ের ব্যবহারে ত্বক হয় আরও ফর্সা হয়ে ওঠে। দূর হয় পিগমেন্টেশনের সমস্যা। এবং  রোদে পোড়া ভাব চলে যায়। তবে তার জন্য জানতে হবে সঠিক ব্যবহার।

এ বার আর দেরি না করে জেনে নিন দইয়ের সহজ আর কার্যকরী চারটি উপায়। প্রথমে ১ টেবল চামচ তাজা টকদই, ১ চা চামচ লেবুর রস ও অর্ধেক চা চামচ মধু নিয়ে নিন।

সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ভালোভাবে মুখ ঘাড় আর গলায় লাগিয়ে রাখুন। ১৫ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও একটি দুর্দান্ত উপায় রয়েছে। এর জন্য লাগবে টমেটো অর্ধেক করে কাটা, ১ টেবল চামচ টক দই এবং সামান্য চিনি। এ বার আসা যাক কী করে ব্যবহার করবেন।

কাটা টমেটোর টুকরার উপর চিনির গুঁড়ো ছড়িয়ে নিন। এ বার এতে টক দই নিন। এবার এই টমেটোর টুকরা রোদে পোড়া ত্বকে হালকা করে ম্যাসাজ করুন।

এতে ত্বকের ডেডসেলস উঠে আসবে। চিনির দানা গলে গেলে ফেস প্যাক মুখে আরও ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

এ ছাড়া লেবুর সঙ্গে দই মিশিয়ে মাখলেও কাজ হবে। হলুদ বা বেসনের সঙ্গে টকদই মিশিয়ে ব্যবহার করেও দেখতে পারেন। কাজ হবে।