ত্বকে সোনার জেল্লা পেতে ব্যবহার করুন গ্রিন টি

17 September 2023

ওজন কমাতে অনেকেই গ্রিন টি খান। তবে জানেন কি ত্বকের জন্যও সমান উপকারী এই বিশেষ চা? জানুন এর গুণাগুণ

ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে গ্রিন টি। এছাড়া অকাল বলিরেখার সমস্যা থেকেও রক্ষা করে। কিন্তু জানতে হবে সঠিক ব্যবহার

এই চায়ের নানা ফেস প্যাক বানিয়ে ত্বকের নানা সমস্যায় কাজে লাগাতে পারেন। জেনে নিন, ত্বকের যত্নে কী ভাবে গ্রিন টি দিয়ে ফেস প্যাক তৈরি করবেন

এই চায়ের নানা ফেস প্যাক বানিয়ে দুই টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ গ্রিন টি এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন

কমলালেবুর খোসায়  রয়েছে বার্ধক্যরোধী গুণ । এটি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। আর, মধু ত্বককে ময়েশ্চারাইজ করে

আর এই দুই উপাদানের সঙ্গে গ্রিন টি মিশিয়ে ব্য়বহার করলে দারুণ উপকার পেতে পারেন। কিন্তু কীভাবে ব্যবহার করবেন?

এক টেবিল চামচ গ্রিন টি-এর সঙ্গে ১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো এবং আধা চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। এবং বৃত্তাকার গতিতে মুখে স্ক্রাব করুন কিছুক্ষণ

দুই টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ গ্রিন টি এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন