বর্ষাকাল হলেও পা ফাটার সমস্যা কিন্তু কমেনি। আবহাওয়া যাই-ই হোক না কেন, পা সারাবছর ফাটে অনেকের। পায়ের গোড়ালি ফেটে যায় বিশেষ করে
এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করতে হবে জানা আছে? ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া উপায়ে। ঝটপট জেনে নিন তার জন্য কী করতে হবে
এক্ষেত্রে ব্যবহার করতে পারেন নুন, গ্লিসারিন ও গোলাপ জল। গোলাপে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা পা ফাটার সমস্য়া থেকে মুক্তি দেয় ও শুষ্কতা কমায়
এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে একটি ফুট মাস্ক ব্যবহার করে নিন। এবার এটি পায়ে লাগিয়ে নিন। শোয়ার আগে ব্যবহার করলে সবচেয়ে ভাল
এছাড়া ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি। গোড়ালির আর্দ্রতা ফেরাতে সাহায্য করে। এতে পা নরমও থাকে ও ফাটে না
পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন মধুও। মধু গোড়ালিকে আর্দ্র রাখে ফলে আর পা ফাটে না। স্নানের আগে অল্প মধু নিয়ে পায়ে ঘষে নিলেই কাজ হবে
নারকেল তেলেও ভাল কাজ হয়। পায়ে নারকেল তেল লাগিয়ে হালতা মালিশ করে নিন। শোয়ার আগে করলে সবচেয়ে ভাল ফল পাবেন
এছাড়া চালের গুঁড়ো দিয়ে এক্সফোলিয়েট করলেও কাজ হবে। চালের গুঁড়োর সঙ্গে মধু ও অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে স্ক্রাব করে নিন। কাজ হবে