শীতকাল অনেকেরই ভীষণ প্রিয়। তবে শুধু ভালো লাগলেই তো হবে না। কারণ এইসময় ত্বক ও চুলের দফারফা হয়ে যায় একেবারে।
রুক্ষ শুষ্ক চুল ভেঙে পড়ে আবার খুশকি হয়েও চুলের ক্ষতি হয় । তাই শরীরকে যেমন ঠাণ্ডা থেকে রক্ষা করতে হয়, তেমনই রক্ষা দরকার চুলেরও।
তাই এ বার জেনে নিন শীতকালে কীভাবে চুলের যত্ন নেবেন। শীতকাল মানে খুশকির উৎপাত। এ ছাড়া আছে চুল ওঠার সমস্যআ। এই সব থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, নিয়মিত তেল মাখা।
সেটা নারকেল তেল হোক কিংবা অলিভ অয়েল। সপ্তাহে একদিন অন্তত সময় করে তেল মাখা উচিত। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে।
শীতকালে কন্ডিশনার ব্যবহার করা উচিত। যে কন্ডিশনারে জোজোবা অয়েল, নারকেল তেল, অলিভ অয়েল, শিয়া বাটার এই ধরণের জিনিস আছে, সেগুলি কিনুন। এতে আপনার চুল নরম থাকবে।
শীতকাল আসলেই আপনার চুল রুক্ষ হয়ে যায়? তবে কার্লার আয়রন, ড্রায়ার, এই ধরণের জিনিসগুলির ব্যবহার কমিয়ে দিন। যেমন আছে আপনার চুল, তেমনই রাখার চেষ্টা করুন। এতে চুলের ক্ষতি কম হবে।
এই মাস্ক লাগানোর জন্য বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনতে হবে না। বাড়িতেই থাকে এমন জিনিস দিয়েই বানানো যায় মাস্ক। যেমন ডিম ও মধু ভালো করে মিক্স করে যদি চুলে মাখা যায় তবে চুলের আদ্রতা ফিরে আসে। খসখসে ভাবও কমে।
শীতের ঠাণ্ডা হাওয়া আপনার চুলের ক্ষতি করে। তার হাত থেকে বাঁচতে চুলটা স্কার্ফ বা কিছু দিয়ে ঢেকে নিন, যাতে আপনাকে স্টাইলিশও লাগে,আবার চুলও ভালো থাকে। আর চুল ভিজে রাখবেন না।