কালচে ঠোঁট লালচে হবে, জানুন উপায়

03 October 2023

ত্বকের পাশাপাশি ঠোঁটে যত্ন নেওয়াও সমানভাবে জরুরি। তবে এ ব্যাপারে বেশীরভাগ মানুষই বেশ উদাসীন। যত্নের অভাবে তাই বেহাল অবস্থা হয় ঠোঁটের

ঠোঁট শুষ্ক হয়ে গিয়ে চামড়া ওঠে। এছাড়া ঠোঁট কালোও হয়ে যায় আগের চেয়ে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? নিশ্চই। জানুন উপায়

শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক পাতলা হয়। ঠোঁটে সেনসেটিভ মেমব্রেনের একটি পাতলা আবরণ বা লেয়ার থাকে। একাধিক লেয়ার না থাকায় অতিরিক্ত গরম, রুক্ষ বা আর্দ্র আবহাওয়ায় ঠোঁটের যত্ন নেওয়া বেশি জরুরি

 সূর্যের তাপ থেকে ঠোঁটকে রক্ষা করতে নিয়মিত ময়েশ্চারাজিং জরুরি। তাই দিনে দুই বার এসপিএফ সমৃদ্ধ লিপবাম লাগান ঠোঁটে

ঘন ঘন ঠোঁট ফাটার সমস্যা থাকলে গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণ ঠোঁটে লাগান।

 ঠোঁটে ঘন ঘন জিভ লাগাবেন না, তাহলে ঠোঁটের পাতলা মেমব্রেনের পিএইচ লেভেলে ভারসাম্য বজায় থাকবে না। এতে দ্রুত ঠোঁট ফাটতে শুরু করে। আবার খুব জোরে এক্সফোলিয়েট করবেন না

কারণ এতে ঠোঁটের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর লিপস্টিক লাগানোর ১৫ মিনিট আগে লিপবাম লাগিয়ে নিন। তাহলে ঠোঁটের ময়েশ্চার ও লিপস্টিকের স্থায়ীত্ব বাড়বে

প্রতিদিন রাতে ক্লিনজিং জেল বা মিল্ক দিয়ে লিপস্টিক তুলুন। অ্যালোভেরা সমৃদ্ধ ক্লিনজিং জেল ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল। সাবান ব্যবহার করবেন না, ত্বক রুক্ষ হয়ে যাবে