04 January 2024

একটু শরীরচর্চা করেই হাঁপিয়ে যান? জিমে যাওয়ার আগে পাতে রাখুন এগুলি

TV9 Bangla

Credit- Pinterest

সৌন্দর্যের মাপাকাঠি হিসেবে বিবেচিত হয় চোখ। আর এই তালিকায় আছে ভ্রুও। মহিলা মহলে মোট ভ্রুয়ের চাহিদা রয়েছে।

মুখ ও চোখের সৌন্দর্য বাড়ায় এক জোড়া ঘন ও কালো ভ্রু। ভ্রু অতিরিক্ত মোটা হলে পার্লারে গিয়ে পছন্দ মতো আকৃতি দেওয়া যায়।

কিন্তু যাঁদের ভ্রু পাতলা তাঁরা কী করবেন? পাতলা ভ্রুতে পছন্দ মতো আকৃতি দেওয়ার বেশ কঠিন। তবে উপায় আছে।প্রাকৃতিক উপায়েই পাতলা ভ্রুর লোম ঘন করতে পারেন। জেনে নিন কী করতে হবে তার জন্য।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভ্রুতে ক্যাস্টর অয়েল লাগান। সকালে উঠে ধুয়ে ফেলুন। লাগাতার এই অভ্যাস মেনে চললেই ফল পাবেন।

২ টেবিল চামচ ভ্যাসলিনের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভ্রুতে লাগিয়ে রাখুন সারারাত।

 চাইলে চোখের পাতাতেও লাগাতে পারেন এই মিশ্রণ। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ এটা করলেই কাজ হবে।

প্রতিদিন নারকেল তেল ম্যাসাজ করুন ভ্রুতে। অলিভ অয়েল, নারকেল তেল ও আমন্ড অয়েল একসঙ্গে মালিশ করলে বাড়বে ভ্রু-এর বৃদ্ধি।

ভ্রুতে পেঁয়াজের রস লাগালেও কাজ হবে। ভ্রুতে পেঁয়াজের রস লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।অ্যালোভেরা জেল লাগালেও ফল পাবেন। রাতে ঘুমানোর আগে ভ্রুতে লাগান এই জেল।