ভ্রু ঘন করতে যা কিছু করবেন

17 September 2023

ঘন কালো ভ্রু-এর চাহিদা মহিলা মহলে তুঙ্গে। তবে অনেকেরই ভ্রু পাতলা হয়। তাই ভ্রু মোটা দেখাতে তাঁরা পেন্সিলের সাহায্য নেন

তবে এটা কোনও স্থায়ী সমাধান নয়। এমন কিছু চাই, যা দিয়ে ভ্রু ঘন করা যাবে। আছে এমন উপায়

কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে। যা মানলেই ভ্রু হবে ঘন, কালো ও সুন্দর। কী সেগুলি? আসুন ঝটপট দেখে নেওয়া যাক...

ভ্রু ঘন করতে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যেতে পারে। একটি তুলোর বল তেলে ডুবিয়ে প্রতিদিন এটি প্রয়োগ করুন। এমনটা করলে ভ্রু ঘন হয়ে যেতে পারে

ভ্রুর ভাল বৃদ্ধি হতে তার জন্য কিছুটা সময় লাগবে। ক্যাস্টর অয়েল ছাড়াও নারকেল তেলও ব্যবহার করা যেতে পারে

এ জন্য ভ্রুতে তেল লাগিয়ে সারারাত রেখে দিন। পরের দিন সকালে, আপনার মুখ স্বাভাবিক হিসাবে পরিষ্কার করুন

ভ্রু বৃদ্ধিতেও কারি পাতাও কার্যকর। এজন্য গরম জলে কিছুটা কারি পাতা ফুটিয়ে নিন। এবার সেটাকে ঠান্ডা হতে দিন

 ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কারি পাতা বের করে পেস্ট বানিয়ে ভ্রুতে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন

সুন্দর ভ্রুর জন্য অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। প্রথমে অ্যালোভেরার পাতার খোসা ছাড়িয়ে এর নির্যাস বের করে নিন। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর সেটা ভ্রুতে লাগান